ত্বকের সৌন্দর্যে টোনার

সুন্দর, সতেজ ও টানটান দাগহীন ত্বক কে না ভালবাসে? সুন্দর ত্বকের জন্য কিন্তু কিছু রুটিন মেনে চলতেই হবে। এই ব্যস্ত জীবনে নানা অসাবধানতায় ত্বকের খেয়াল রাখার সময় আমাদের অনেকেরই হয় না। খুব বেশি কিছু না করলেও কয়েকটি বেসিক স্কিন কেয়ার স্টেপ আমাদের সকলেরই ফলো করা প্রয়োজন। ত্বকের যত্নে টোনার কি কাজ করে তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। 

ক্লেনজিং >টোনিং> ময়েশ্চারাইজিং

এই তিনটি হল ত্বক সুস্থ রাখার সবচেয়ে কার্যকরী  মৌলিক তিনটি ধাপ।

ক্লেনজিং এবং ময়েশ্চারাইজিংয়ের নিয়ম দুটি বেশিরভাগ মানুষ মেনে চললেও টোনিং কে বাদ দিয়ে যাওয়ার প্রবণতা লক্ষণীয়।

টোনার কে অবহেলা করা মোটেও উচিত নয় যদি আপনি একটি সুস্থ, সুন্দর ও দিপ্তময় ত্বকের আশা করেন। আপনার ত্বক যদি তেলতেলে হয় তাহলে টোনার ব্যবহার করা খুব দরকার।

Contents

টোনার কি করে?

টোনার ( Toner) হচ্ছে বেসিক স্কিন কেয়ার এর অন্যতম একটি উপাদান। আমরা অনেকেই শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলি তাতে করে ত্বক পরিষ্কার হয় কিন্তু কিছু ময়লা বা মেকআপের কণা অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট কণাই স্কিনে ব্রণ ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।

মেক আপ পুরোপুরি তুলে ফেলে

মেক আপ আপনাকে সুন্দর করে তোলে ঠিক কিন্তু ত্বকের সুস্থতার জন্য মেক আপ উঠানো খুব জরুরি। মেক আপ ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে ব্রণ দেখা দিতে পারে। ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ধোয়ার পর ত্বকে কিছু মেক আপ থেকেই যায়। এই অবশিষ্ট মেক আপকে দূর করতে হলে টোনার ব্যবহার করতে হবে।

ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়

ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় টোনার। তেলতেলে ত্বকে ব্রণ বেশি হয় আর ত্বকের সৌন্দর্য নষ্ট করে। নিয়মিত টোনার ব্যবহারে তৈলাক্ত ত্বকের নানা সমস্যায় উপকার পাওয়া যাবে।

ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে

ত্বকের পিএইচ ব্যাল্যান্স মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকে। মুখে সাবান বা ফেসওয়াশ ব্যবহার করলে এগুলোর ক্ষারজাতীয় উপাদানের সংস্পর্শে এসে সেই ব্যাল্যান্স নষ্ট করতে পারে। 

টোনার ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে যাতে করে ত্বক অতিরিক্ত তেলতেলে বা শুষ্ক হয় না।  

রোমকূপ ছোট করতে সাহায্য করে

রোমকূপ বড় হয়ে গেলে মুখের শ্রী অনেকটাই ম্লান হয়ে যায়। মুখ পরিষ্কারের সময় ত্বকের রোমকূপ ধীরে ধীরে খুলে যায়। মুখ ধোওয়ার পর টোনার ব্যবহার না করলে তা খোলা অবস্থাতেই থেকে যায় এবং সেই খোলা রোমকূপে নতুন করে ধুলোময়লা জমতে পারে। টোনারে তুলো ভিজিয়ে মুখ মুছে নিলে রোম-ছিদ্রের মুখ ফের সংকুচিত হয়ে বন্ধ হয়ে যায়, ফলে ত্বক দীর্ঘসময় পরিষ্কার থাকে।

ত্বকে একটি অতিরিক্ত আর্দ্রতার স্তর তৈরি করে

কিছু কিছু টোনার ত্বক পরিষ্কার ও টানটান করা ছাড়াও ত্বকে আর্দ্রতা ধরে রাখতে পারে। ত্বক আর্দ্র থাকলে ত্বকের কোমলতাও বজায় থাকে আর আপনাকে দেখতে অনেক বেশি সজীব ও সতেজ মনে হয়।

টোনার কিভাবে ব্যবহার করবেন?

মুখ পরিস্কারের পর টোনার ব্যবহার করতে হয়। পরিষ্কার ও শুকনো মুখে টোনার লাগাতে হয়। তুলার প্যাড অথবা ছোট কটন বলে একটু টোনার মিশিয়ে পুরো মুখ ও গলায় আলতো ভাবে মুছে নিতে হবে।

 

 

টোনার হিসেবে প্রাকৃতিক উপাদান

বাজারে নানা ব্র্যান্ডের টোনার পাওয়া যায়। কেউ যদি হারবাল বা ঘরের জিনিস দিয়ে বানাতে চায় সেটাও সম্ভব।

কিছু কার্যকরী ঘরোয়া টোনার হচ্ছেঃ

আলুর রস ও পানি- সমপরিমান আলুর রস ও পানি একসাথে মিশিয়ে  লাগাতে পারেন।

শসার রস- যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে তাদের জন্য শসার রস খুব ভাল একটি বিকল্প হতে পারে বাজারের কেনা টোনারের।

গোলাপ জল- ত্বকের উজ্জ্বলতায় গোলাপ জল খুব কার্যকরী।

আপেল সিডার ভিনেগার ও পানি- আপেল সিডার ভিনেগার ও পানির মিশ্রণ ও  ভাল । খেয়াল রাখতে হবে অনুপাত তা যেন থিক থাকে। ১ ভাগ ভিনেগারের সাথে ২ ভাগ পানি নিতে হবে।

 

টোনারের বাজারদর

টোনার কোথায় পাবো? কত দাম? এরকম প্রশ্ন পাঠকদের অনেকেরই থাকে। টোনার আপনি বড় সুপারশপে, কিংবা কসমেটিকসের দোকান গুলোতেও পাবেন। তাছাড়া এখন অনলাইনেও কিনতে পারেন।

টোনার অনেক দামের হয়। তিনশ থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত বা তার বেশি দামেও পাওয়া যায়। নামকরা ব্র্যান্ডের মধ্যে Simple, The Body Shop, Garnier কিংবা Boots এর টোনার বেশ জনপ্রিয়।

আপনার ত্বকের ধরন বুঝে টোনার কিনবেন কারণ সব ত্বকে সবকিছু মানায় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *